Saturday, January 26, 2008

হাদীস ও সুন্নাহ

‘সুন্নাহ’ শব্দের অর্থ হলো কর্মপন্থা, কর্মপদ্ধতি, কর্মনীতি ও চলার পথ । উসুলে হাদীসের পরিভাষায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত কর্মপন্থা ও কর্মনীতিকে ‘সুন্নাহ্’ বলা হয় ।

প্রাচীন উলামায়ে কিরাম হাদীস এবং সুন্নাহর মধ্যে তেমন কোন পার্থক্য করেননি । অতীতে মুহাদ্দিসগণ উভয় শব্দকে একই অর্থে ব্যবহার করতেন ।

তবে উভয়ের মধ্যে পার্থক্য এতোটুকু যে, ‘হাদীস’ হলো রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন ও পরিবেশের বিবরন আর ‘সুন্নাহ’ হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত সার্বিক নীতি ও কর্মপন্থা । হাদীস ভান্ডারের মধ্যেই ছড়িয়ে আছে সুন্নাতে রাসূল ।

No comments: